মাত্র তিনটে সহজ উপকরণ দিয়ে তৈরী বেলুনের মত ফোলা, সুন্দর, গোল, উনুনে বা গ্যাসে সেঁকা নরম রুটি।
বাঙালির রান্নাঘরে রুটির আনাগোনা অপেক্ষাকৃত নতুন ঘটনা। বরং উত্তর ভারতের দিকে গেলে দেখা যায় সেখানে রুটি প্রধান খাবারগুলোর মধ্যে অন্যতম। কোথাও রোটি, কোথাও চাপাটি, কোথাও বা ফুলকা নামে অতি জনপ্রিয়। বাংলায় যেহেতু ধানের ফলন অনেক বেশি তাই রোজকার খাবার হিসেবে ভাতই সব থেকে বেশি খাওয়া হয়। বলা যায় এই গত পঞ্চাশ বছরেই বাংলায় রুটি খাওয়ার চল শুরু হয়েছে। জলখাবার এবং রাতের খাবার হিসেবে বহু বাঙালি বাড়িতেই এখন রুটি খাওয়া হয় — সকালে দুধ কলা রুটি বা রুটি তরকারি আর রাতে রুটির সঙ্গে ডিমের তরকারি বা মুরগির মাংস বা ঘন ডাল। বাংলায় রুটি খাওয়ার প্রচলনের আরেক দিক অবশ্যই স্কুল বা অফিসের টিফিনের সাথে জড়িত। দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে টিফিন ক্যারিয়ারে নিয়ে যাওয়ার জন্য রুটির মত মানানসই খাবার মেলা ভার। খেতে অনেক পদ লাগে না আর টিফিন থেকে চলকে বেরিয়ে পড়ে যাওয়ারও ভয় নেই। সব মিলিয়ে রুটি এখন বাঙালির রোজকার খাবারের তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে।