রোববারের দুপুরের বা যে কোনো উৎসবের একমেবাদ্বিতীয়ম, ধিমে আঁচে সময় নিয়ে কষানো পাঁঠার মাংস।
এক কথায় বললে পাঁঠার মাংস কষা হচ্ছে বাঙালি রান্নার বাদশাহ। ভুনা বা কষা, পদ্ধতিগত ভাবে অনেকটাই এক। দুটোতেই মাংসকে ধিমে আঁচে বসিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। এতে একটা খুব সুন্দর, তেল মশলায় ভরপুর, আর দারুন সুগন্ধজুক্ত গাঢ় বাদামি রঙের ঝোল হয়। সাথে থাকে সুসিদ্ধ নরম তুলতুলে মাংসের টুকরো যা মুখে দিলেই গলে যায়। এরপর একে পরোটা, লুচি, পোলাও, এমনকি শুধু সাদা ভাত দিয়ে খেলেও, চরম তৃপ্তি অনিবার্য।
কলকাতায় শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস বিখ্যাত। আমাদের এই রান্না যে এক্কেবারে গোলবাড়ির মতই, তা হলফ করে বলতে পারি না, কিন্তু এটুকু ভরসা দেওয়াই যায় যে বর্ণে, গন্ধে, স্বাদে এই কষা মাংস নিরাশ করবে না।