টক ঝাল হালকা মিষ্টি সসের মধ্যে কুড়মুড়ে মুরগির মাংস— কলকাতার ট্যাঙরার চায়না টাউনের মত চিলি চিকেন
ভারতে জনপ্রিয় হওয়া চিনা খাবারগুলির মধ্যে চিলি চিকেন অন্যতম। রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার দোকান, সবজায়গায়তেই এর অবাধ বিচরণ। কলকাতার চায়না টাউনে (বিশেষত ট্যাংরায়) চিলি চিকেন ছাড়া ভুরিভোজ ঠিক জমে না। অনেকেই এক প্লেট শুকনো করে বানানো চিলি চিকেন দিয়ে রেস্তোরাঁয় খাবার শুভারম্ভ করেন। তবে চাউমিন বা ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য একটু থকথকে গ্রেভি সমেত চিলি চিকেনই বেশি জনপ্রিয়। চিলি চিকেন অনেকরকমভাবেই বানানো যায়। আপনি চাইলে বিভিন্নরকমের সস নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করে দেখতেই পারেন তবে একটা বিষয় মোটামুটি সবাই একমত হবেন— চিলি চিকেন খেতে সবথেকে দারুন লাগে যখন সসে দেওয়া মাংসের টুকরোগুলো একদম মুচমুচে হয়। আমরা ব্যাটার এবং ড্রাই ব্রেডিং দুটো উপায়ই পরখ করে দেখেছি, আমাদের দ্বিতীয়টাই সব থেকে ভালো লেগেছে। আপনারা চাইলে কেঞ্জি লোপেজ অল্টের কুড়মুড়ে চিকেন বানানোর পন্থার কথা সিরিয়াস ইটস ফুড ল্যাবের এই রেসিপিতে পড়ে দেখতে পারেন।