কড়াইয়ে ভাজা মুরগির মাংসের পকোড়ার উপর চটপটে চাইনীজ সসের প্রলেপ— মুখরোচক ও সুস্বাদু চিকেন ললিপপ।
চীনে পাড়ার বহু ভোজই শুরু হয় এক প্লেট চিকেন ললিপপ আর ঠাণ্ডা লেবুর শরবত দিয়ে।
কলকাতার ওয়াটারলু স্ট্রীটের সংহে রেস্তোরাঁয় যে অনবদ্য ড্রামস অফ হেভেন পাওয়া যায়, আমরা এখানে মূলত সেই রেসিপির কথা লেখার চেষ্টা করেছি। এই রান্নাটা এমনিতে খুব সহজ, তবে প্রথম প্রথম মুরগির ডানার মাংস থেকে ললিপপ তৈরি করতে একটু মুশকিল হতে পারে। আমরা এই রেসিপিতে ললিপপ বানানোর উপায় বুঝিয়ে লেখার চেষ্টা করেছি। ভিডিওতেও পুরো প্রক্রিয়াটা সাধ্য মত দেখানো হয়েছে।
এছাড়া মাংস ম্যারিনেট করা এবং ভাজার বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। হালকা প্রলেপ দেওয়া কুড়মুড়ে ভাজা মাংস — এটাই চিকেন ললিপপের অন্যতম বৈশিষ্ট্য। সস বানানোর ক্ষেত্রে সেরকম কোনো কড়াকড়ি নেই। আপনি আপনার পছন্দ মত বানিয়ে নিতে পারেন, খালি ভাজা ললিপপ দেওয়ার আগে দেখে নেবেন সস যাতে একটু ঘন এবং আঠালো হয়।
অনেক কটা একসাথে বানানোর থাকলে, আপনি আগে থেকে আলাদা করে ললিপপগুলো ভেজে রাখতে পারেন এবং সসও বানিয়ে রাখতে পারেন। পরিবেশনের আগে আপনি ললিপপ আরেকবার চড়া আঁচে এক মিনিট ভেজে নিয়ে, সস আবার একটু গরম করে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করলেই মুশকিল আসান। এভাবে করলে ললিপপ মুচমুচে এবং সুস্বাদু দুইই হবে।